
পরপর দু’বার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচী বাস্তবায়নে সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বীজ ও সার বিতরণ করা হয়। গাইবান্ধা ওয়ার্কার্স পার্টির আয়োজনে জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা শাখার সহযোগিতায় এই বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম গোলাপ।
সংগঠনের জেলা সভাপতি মোছাদ্দেক আহমদ বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. বজলুর রহমান মাস্টার, কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল ইসলাম, বরিশাল জেলা কমিটির সদস্য শহিদুর রহমান, মোজাম্মেল হক ফিরোজ, সুন্দরগঞ্জের বীরেন সরকার, জেলা সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, বাসদের গোলাম রব্বানী প্রমুখ।
সভাটি পরিচালনা করেন জাতীয় কৃষক সমিতি জেলা সাধারণ সম্পাদক প্রণব কুমার চৌধুরী। উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ১ লাখ টাকার সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।