
স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন মৌসুমটা ভালো যাচ্ছে না। চিরপ্রতিদ্বিন্দ্বী লিওনেল মেসি যেখানে গোলের পর গোল করছেন সেখানে একের পর এক ম্যাচে ব্যর্থতায় মুখ লুকাচ্ছেন সিআর সেভেন। এবারের লা লিগায় মেসির গোল সংখ্যা ১২টি আর রোনালদো গোল করেছেন মাত্র একটি ম্যাচে। আর তাঁর দলও এই মৌসুমে ধুঁকছে। জিরোনা-রিয়াল বেটিসের মতো দলগুলোর কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। আবারো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন রোনালদো।
রোববার রিয়াল মাদ্রিদ জিরোনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে। পুরো ম্যাচে নিস্প্রভ ছিলেন রোনালদো। দলকে তো জেতাতে পারেননি উল্টো প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে আঘাত করে আলোচনায় উঠে এসেছেন তিনি। জিরোনার তারকা ফুটবলার পেরে পোনসের মুখে আঘাত করেছেন রিয়াল তারকা। এই ঘটনায় শাস্তি পেতে পারেন তিনি।
উল্লেখ্য, মৌসুমের শুরুতেও নিষেধাজ্ঞায় পড়েছিলেন রোনালদো। রেফারিকে ধাক্কা মারার অপরাধে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। এ ছাড়া তিন হাজার ইউরো জরিমানাও করা হয় তাঁকে। লা লিগায় দেপোতির্ভো লা করুনা, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।