
বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন -২০২১ এর লক্ষ্যসমুহ জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
ব্রিফ্রিং করেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী। তিনি বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাসের কুফল এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রজয়, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন এবং সকল শ্রেনীর জনগনকে এ উন্নয়ন স্রোতধারায় সম্পৃক্ত করতে সাংবাদিকদেরকে উন্নয়ন মূলক সংবাদসমূহ গনমাধ্যমে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
তিনি ১ নভেম্বর ফুলছড়ি উপজেলার উদাখালী হাইস্কুল মাঠে জেলা তথ্য অফিস গাইবান্ধা কর্তৃক এ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সকল সাংবাদিককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
প্রেসব্রিফিং এ সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহ আলম যাদু, আমিনুল হক, হারুনার রশীদ এবং বিমল কুমার সরকার।