
অ্যটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি দলের কাছে কুক্ষিগত তারা প্রধান বিচারপতির ছুটি নিয়ে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি মনে করি, তার ছুটি চাওয়ার বিষয়টি ‘নজিরবিহীন’ কোনো ঘটনা নয়। তার সমস্যা থাকতেই পারে। তবে কোনো চাপে নয়, ছুটির সিদ্ধান্ত তার ব্যক্তিগত।
মাহবুবে আলম বলেন, উনি (প্রধান বিচারপতি) ছুটি নিয়েছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। একজন মানুষের সুবিধা-অসুবিধা থাকতেই পারে। তিনি বিদেশ থেকে আসার পর আমার সঙ্গে দেখা হয়নি। জানি না ছুটির কী কারণ?
এবিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন বলে আমি জানতে পেরেছি। তাকে কোনো ধরণের চাপ প্রয়োগ করা হয়নি।’
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। আদালত খোলার দিনই প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করেছে।