
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতিরই তিনি বিশ্বনেতা হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন তিনি বিশ্বমানবতার প্রতিক।
তিনি শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি ও জাঙ্গালিয়া গ্রামে ২৫০টি বিদ্যুৎ লাইনের সুইচ টিপে পল্লী বিদ্যুতের উদ্বোধনকালে এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ওয়াহিদুজ্জামান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হুদা দুদু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ওই উন্নয়নের সাফল্য দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বিনিয়োগ আসছে। তিনি বলেন, দেশের ৭০ ভাগ এখন বিদ্যুতের আওতায় এসেছে। আগামী ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে যাবার প্রাক্কালে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।