
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা পুলিশের হলরুমে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান ও উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তালেব সরকার তারা প্রমুখ।
এসময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পুলিশ সুপার কার্যালয়ের সিপিও এসআই দিবাকর অধিকারী, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটর শ্রমিক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পবিরহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্ছু ছাড়াও ইউপি চেয়ারম্যান-মেম্বার, কমিউনিটি পুলিশিং-এর সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৯ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২৫ জন ব্যক্তি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে প্রশ্নাকারে তাদের পরামর্শ ও খোলাখুলি-উন্মুক্ত মতামত পেশ করেন। পুলিশ সুপার এসময় তাদের জিজ্ঞাসা সমূহের তাৎক্ষনিক উত্তর প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এসআই আলাউদ্দিন। উল্লেখ্য, ২৮ অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী থানাতেও দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে।