
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ওপেন ডে হাউসে মাদক, বাল্য বিবাহ ও জুয়া বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগাড়ী ইউপি ভবন চত্ত্বরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মৃণাল কান্তি রায়ের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, ইউপি আওয়ামী লীগ সভাপতি মাহাবুব প্রধান, সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা রাণী মোহন্ত ও থানার এসআই ফারুকুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। এসময় কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, কিশোরগাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও আওয়ামীলী লীগ নেতা গোলাম মোস্তফা। সভায় থানা অফিসার ইনচার্জ এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদসহ সার্বিক আইনশৃঙ্খলার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।