
গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রো বাসের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত ও পথযাত্রীসহ দুইজন গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার সকালে রংপুর-বগুড়া মহাসড়কের পলাশবাড়ী সদরের ব্র্যাক অফিস সংলগ্ন তেলে পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ফারুক মিয়া (২৫) ও তার সাথে থাকা পিতা আব্দুল জলিলসহ এক পথযাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার পিতা আব্দুল জলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। নিহত ফারুক গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ানের চকচকা গ্রামের বাসিন্দা।হাইওয়ে থানা পুলিশ দূর্ঘনার বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। তবে দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি পলাশবাড়ী থানা হেফাজতে আছে বলে তিনি জানান।