
“অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও-খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে এক বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।