
গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনের মামলার পলাতক আসামী আলমগীর হোসেনকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুর রউফ গতকাল শনিবার রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর তিনমাগীর বাজারের পশ্চিম পার্শ্বে কালিয়া হাজির বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলমগীর উপজেলার একই ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের মজি মিয়া ছেলে। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।