
“দূর্যোগ সহনীয় আবাস গড়ি-নিরাপদে বাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এক বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।