
মোঃ আরিফ সরকার সাগর পলাশবাড়ী-গাইবান্ধা প্রতিনিধি:
“জঙ্গি মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে” সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় ফোরামের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৭ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, রক্তদান কর্মসূচী, আলোচনা ও প্রীতি ফুলবল ম্যাচ।
“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে থানা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তালেব সরকার তারার সভাপতিত্ব বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সাবেক এমপি ও আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সদস্য সচিব উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, গাইবান্ধা জেলা কোচ বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা পিকআপ মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদ্জ্জুামান প্রান্ত প্রমুখ। সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রীতি ফুটবল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হয়।