নির্যাতনের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নেতানিয়াহুর বাসভবনে নিয়োজিত একজন গৃহপরিচারিকা।
শুক্রবার ইসরাইলি দৈনিক ‘ইয়েদিয়োথ অহরোনথ’ এর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ২৪ বছর বয়সী ওই গৃহকর্মী বৃহস্পতিবার সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে ওই গৃহকর্মীর নাম গোপন রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্ত্রী ওই গৃহকর্মীকে ‘অপমান ও নির্যাতন’ করেছে বলে মামলার অভিযোগে বলা হয়। মামলায় তিনি ক্ষতিপূরণ হিসেবে ২২৫,০০০ ইসরাইলি শেকেল (প্রায় ৬৪,০০০ মার্কিন ডলার) দাবি করেন।
প্রধানমন্ত্রীর বাসভবনের একজন ক্লিনার হিসেবে দুই মাস আগে ওই গৃহকর্মীকে নিয়োগ দেয়া হয়।
এছাড়াও, তাকে পর্যাপ্ত অবকাশযাপন ও অসুস্থতাজতিত ছুটির অনুমোদন দিতে প্রধানমন্ত্রীর স্ত্রী অস্বীকৃতি জানান বলে ওই প্রতিবেদনে বলা হয়।
স্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনে ‘অব্যবস্থাপনা’র জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।
সূত্র: আনাদুলো এজেন্সি
দুর্নীতিতে অভিযুক্ত হলেন ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। সারা হচ্ছেন নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী। তাকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে ইসরাইলের আদালত।
শুক্রবার ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এভিচাই মেনদেলব্লিত সারাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে এক লাখ ১২ হাজার ডলার নিজের বাড়িতে ডিনার পার্টিতে খরচ করেছেন এবং পরে তা অডিটরদের কাছে গোপন করেছেন।
এছাড়া, সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি তার মৃত বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতালেও রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যয় করেছেন বলে সন্দেহ রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সারা আলাদা চারটি অভিযোগের মুখোমুখি হতে পারেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, নেতানিয়াহু দম্পতির বিলাসবহুল জীবন-যাপন কয়েক বছর ধরেই ইসরাইলের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। সংবাদমাধ্যমও এনিয়ে সরব ছিল।
ইসরাইলের দুর্নীতিবিরোধী সংস্থা চলতি বছরের জানুয়ারিতে সারাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রাষ্ট্রীয় অর্থ ব্যক্তিগত ভোগবিলাসে খরচের অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।