পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।
বৃহস্পতিবার দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো’র আদালত দুর্নীতির দুই মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন দেশটির আদালত। এর পর তিনি পদত্যাগ করেন। নওয়াজের পদত্যাগের পর জাতীয় পরিষদে শহীদ খাকান আব্বাসিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
পদচ্যুত হওয়ার পর অসুস্থ স্ত্রীকে দেখতে লন্ডনে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল ক্ষমতাসীন মুসলিম লীগ প্রধানের। কিন্তু তিনি পূর্বঘোষিত সময়সূচির আগে হঠাৎ করেই সৌদি আরবে গেছেন। তবে শুরু থেকেই তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনা দুর্নীতি ও অবৈধ সম্পত্তির মালিকানার অভিযোগ অস্বীকার করে আসছেন নওয়াজ।
নওয়াজ শরীফের রিভিউ আবেদন খারিজ
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ইসলামাবাদ: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রিভিউ আবেদন খারিজ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পানামা পেপার্স মামলায় নওয়াজ শরিফকে ‘প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য’ ঘোষণা করে দেয়া রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেছিলেন নওয়াজ শরীফ।
একই সাথে নওয়াজ শরিফের ছেলে-মেয়ে ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের রিভিউ আবেদনও খারিজ করেছে আদালত। ডন নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এদিকে, রিভিউ খারিজের পর পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা তথ্য-প্রযুক্তি মন্ত্রী আনুশা রাহমান বলেন, এই রায় ‘হতাশাজনক’।
প্রতিবেদনে বলা হয়, বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুক্রবার এ রায় দেয়। এ রায়ের ফলে পাকিস্তানের ক্ষমতাচূত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এমপি পদে থাকা অবৈধই থাকল।
নওয়াজ, তার মেয়ে মরিয়ম, জামাতা সফদর এবং পরিবারের সাবেক হিসাব রক্ষক ইসহাক দারকে এখন দুর্নীতির অভিযোগে নিয়মিত মামলার মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণা করে। তবে নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করে।