
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করে।
তিনদিনের এই সফরকালে অরুণ জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেয়েছে।
দুই মন্ত্রী ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এবং ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগসমূহের অবস্থা পর্যালোচনা করবেন বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।