
দিনাজপুরের সাবেক পানাউল্লাহ ম্যাজিস্ট্রেট এর পুত্রবধু, দিনাজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও তৎকালীন বিশিষ্ট সাংবাদিক মরহুম আবু তোরাব আমানুল্লাহ পত্নী বিশিষ্ট সমাজসেবিকা সুলেখা বেগম প্রবীণ সেবার স্বীকৃতি স্বরুপ মমতাময়ী সম্মাননা-২০১৭ পদক পেলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর খায়রুল আলম সুলেখা বেগম এর হাতে মমতাময়ী সম্মানা পদকটি তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ প্রফেসর এম.এ জব্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুলেখা বেগম তার অনুভূমি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার শাশুড়ী, স্বামীসহ বিভিন্ন রোগীকে হাসপাতালে সেবা প্রদান করে আসছি। আমি প্রায় সময় রাজবাড়ী বৃদ্ধাশ্রম শান্তি নিবাসে গিয়ে তাদের খোঁজ খবর নেই। তাছাড়া কোন মহিলা মানুষ মারা গেলে সে হিন্দু অথবা মুসলমান হউক তাকে গোসল করিয়ে দেই। উলে্লখ্য তিনি বর্তমানে মধ্য বালুবাড়ী পল¬ীশ্রী রোডে বসবাস করছেন। তার এক পুত্র এক কন্যা রয়েছে। তিনি প্রবীন হিতৈষী সংঘের নির্বাহী সদস্য ও মুক্তিযোদ্ধা বহুমূখী কল্যাণ সমিতির নির্বাহী সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।