
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র্যালী, সচেতনতা বৃদ্ধি সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম, হরিরামপুর ইউ’পি চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, কামারদহ ইউ’পি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন প্রমূখ।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনের উপর এক মহড়ায় অংশ গ্রহণ করে।