
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সচিব ও সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৫২) হঠাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে আজ মঙ্গলবার সকাল ৬টায় সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর গোরস্থান মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাযা এবং বাদ এশা মরহুমের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।