
গাইবান্ধা জেলা ডিপি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গতকাল রবিবার রাতে সাঘাটা উপজেলার পদুমশহর ইউপি’র চকদাতেয়া এলাকা থেকে জুয়া খেলার সময় ৪ জুয়ারীকে হাতে-নাতে আটক করে। পরে আজ সোমবার সকালে গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার ঘোষের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের ১৫ দিনের সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন উপজেলার চকদাতেয়া গ্রামের জালালের ছেলে আনোয়ার (৪০), একই গ্রামের শওকতের ছেলে মোফাজ্জাল (৪২), রাঘবপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আবুবকর সিদ্দিক (৪৫), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইফুল (২৭)। গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৪জুয়ারীর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।