
গাইবান্ধা জেলা স্কাউটসের আয়োজনে স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী ৬ষ্ঠ স্কাউটস সমাবেশ আজ রোববার শুরু হয়েছে। সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
জেলা স্কাউট সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জেসমিন আরা হক, এলটি নকুল চন্দ্র রায়, সাইফুল ইসলাম, এবিএম ছাত্তার প্রমূখ।
সমাবেশে জেলার ৭ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪৮টি স্কাউট ইউনিট অংশ নিচ্ছে। সাতদিন জুড়ে স্কাউটদের বিভিন্ন মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ স্কাউটের অন্যান্য নেতৃবৃন্দ স্কাউট ইউনিটগুলো ঘুরে দেখেন।