“টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। আজ সোমবার দিবসটি উপলক্ষে একটি র্যালি পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ চত্বর গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এবং চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, বিসিকের এজিএম আব্দুর রাজ্জাক প্রমুখ। জেলা প্রশাসন ও চেম্বারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।