
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের সিধাই এলাকায় ব্রহ্মপুত্র নদীতে জাটকা ও মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে জরিমানা ও মাছ ধরা কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার গাইবান্ধা সদর পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই জেলেদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি জাটকা ও ১০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের সামনে তাদের হাজির করা হলে শুনানী শেষে বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান তাদের প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে ফেলা হয়।