
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে চান্দিনার দোতলায় গোবিন্দপুর নামক স্থানে কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতদের ঘটনা ঘটে।