অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুই কমান্ডারসহ অন্তত স্বাধীনতাকামী ৮ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলে একটি সুড়ঙ্গপথ হামলা চালিয়ে ধ্বংস করে দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া খান ইউনিসের পূর্ব দিকের সুড়ঙ্গপথটি নির্মাণ করছিল হামাস। সুড়ঙ্গটির ওপর পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইলি বিমানবাহিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, খান ইউনিস এলাকায় আরেক হামলায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজনকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদসম ব্রিগেডের সদস্য বলে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন- ব্রিগেড কমান্ডার আরাফাত আবু মোর্শেদ, উপ-ব্রিগেড কমান্ডার আবু হাসনাইন, আহমাদ খলিল আবু আরমানেহ, ওমর নসর আল ফালিত ও জিহাদ আল সামিরি।
নিহতদের মধ্যে দুজন হামাসের ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেডের সদস্য। তারা হলেন- মেসবাহ ফায়িক শুবাইর (৩০) ও মোহাম্মদ আল আগা (২২)। এ ছাড়া আরো একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ হামলার নিন্দা প্রতিশোধের ঘোষণা দিয়েছে, গাজা শাসনকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ মুভমেন্ট।
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলা
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
জেরুসালেম: অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক এবং কামান হামলা করেছে ইসরাইল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কথিত অবস্থানের ওপর এ হামলা চালানো দাবি করেছে তেল আবিব।
গাজা উপত্যকা থেকে রকেট হামলার অজুহাতে এ হামলা চালানো হয়। অবশ্য, কথিত রকেট হামলায় ইসরাইলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী নানা অজুহাতে মাঝে মাঝেই গাজায় হামলা চালায়। এসব হামলার শিকার নিরীহ ফিলিস্তিনরাই হয়ে থাকেন।
২০০৭ সালের জুন থেকে গাজার বিরুদ্ধে কঠোর অবরোধ কার্যকর করেছে ইসরাইল। এতে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব দেখা দিয়েছে।