
ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় অভ্যর্থনা জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে সজীব ওয়াজেদ জয় এবং ক্রিস্টিনা জয় মা এবং খালাকে বিদায় অভ্যর্থনা জানান।
লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিথরো এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। সেখানে তিন দিন অবস্থানের পর আগামী ৭ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
টানা ১৫ দিন যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডনে ফিরে যাচ্ছেন তার বোন শেখ রেহানা। গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এসেছিলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জাতিসংঘে ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। গত ২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি।
পরদিন দুপুরে অবকাশের লক্ষ্যে নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান শেখ হাসিনা। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থানকালে ২৫ সেপ্টেম্বর তার পিত্তথলীতে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকলেও তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু ফাইলে ইলেক্ট্রনিক স্বাক্ষর করেন।