জাতিসংঘের সাংস্কৃতিক সংগঠন ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছেন। বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের ভোটে ২২ ভোট পেয়ে তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছান।
ফলে তিনিই ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।
চূড়ান্ত লড়াইয়ে কাতারের প্রার্থী হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারী মিশরীয় ও ফরাসি প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন। চতুর্থ রাউন্ডে তারা দু’জনেই ১৮টি করে ভোট পেয়েছেন।
ফ্রান্সের প্রার্থী হলেন দেশটির সাবেক সংস্কৃতি মন্ত্রী অড্রি অজোলেই এবং মিশরের প্রার্থী হচ্ছেন দেশটির একজন কূটনৈতিক।
চূড়ান্ত রাউন্ডে কাওয়ারী’র বিরুদ্ধে এই দুই প্রার্থীর মধ্য কে লড়তে যাচ্ছেন তা নির্ধারণ করতে শুক্রবার সন্ধ্যায় আরেক দফা ভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ভোটের আগে চীনের তং কিয়ান এবং লেবাননের ভেরা এল খৌরী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
প্যারিস-ভিত্তিক জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ পদটির মনোনয়ন পেতে ৩০টি ভোটের প্রয়োজন হয়।
একজন মহাপরিচালক মনোনয়নের জন্য গত শুক্রবার থেকে ইউনেস্কোর ৫৮ জন বোর্ড মেম্বার বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন।
আগামী নভেম্বরে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে অবশ্যই ইউনেস্কোর ১৯৫টি সদস্যভুক্ত দেশ কর্তৃক অনুমোদিত হতে হবে। যদিও এটি একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়।
ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতে ইউনেস্কোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে এবং ২০১১ সালে প্যালেস্টাইনকে পূর্ণ সদস্যপদ দেয়ায় ইসরাইল ও তার কট্টর সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে।
উভয় দেশই সংস্থাটিতে তাদের অর্থায়ন স্থগিত করেছে এবং বৃহস্পতিবার দেশ দুটি ইউনেস্কো থেকে তাদের সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দেয়।
বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার জন্য ইউনেস্কো সুপরিচিত।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল