
বিশ্বকাপের টিকিট পাকা করায় মেসিদের জন্য ট্যাটু করাতে চলেছেন ইভানা নাদাল৷ যোগ্যাতা অর্জন পর্বের মরণ-বাঁচন ম্যাচের আগে আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী জানিয়েছিলেন মেসিরা জিতলেই শরীরে নতুন ট্যাটু করাবেন তিনি৷
মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ উড়িয়ে দিয়ে রাশিয়ার টিকিট পাকা করে ফেলেছে দু’বারের বিশ্বচ্যাম্পয়নরা৷ এবার তাই কথা রাখার পালা৷ মেসিদের জয়ের পর ইভানা নিজেই ভক্তদের কাছে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রতিশ্রুতি রাখতে চলেছেন তিনি৷
তবে কোথায় ট্যাটু করাবেন সেটা বেছে দিতে হবে ফ্যানদেরই৷ সোশ্যাল মিডিয়ায় ইভানা বলেন, ভক্তরাই ঠিক করে দিক কোথায় ট্যাটু করাব৷
এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে সোরগোল৷ কেউ লিখেছেন মেসির মতোই পায়েতে ট্যাটু করাক ইভানা, আর কেউ দুষ্টুমি করে লিখেছে, শরীরের বিশেষ অঙ্গে মেসিকে আপন করে লুকিয়ে রাখুক এই অভিনেত্রী৷
ইভানা অবশ্য এসব কমেন্ট মজা হিসেবে নিচ্ছেন৷ ভক্তরা তার ডাকে সাড়া দেওয়ায় বেজায় খুশি এই মডেল৷ আর্জেন্টিনার এক জনপ্রিয় রিয়েলিটি শো-এর প্যানেল বিশেষজ্ঞ অবশ্য বিভ্রান্ত৷ মেসি অনুরাগীরা তার ডাকে সাড়া দিয়ে হাজারও পরামর্শ দিলেও এখনও কোথায় ট্যাটু করাবেন বুঝে উঠতে পারেননি ২৬ বছর বয়স্ক এই সুন্দরী৷