
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আজ সোমবার এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজল চাকী, পৌর যুবনেতা জিতু ঘোষ, কামদিয়া ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদল নেতা গোবিন্দ কুমার প্রমুখ।
অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তার ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করলে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেবেন। তিনি নির্বাচনে বিজয়ী হলে গোবিন্দগঞ্জ উপজেলাকে দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করবেন এবং উপজেলার মানুষের কল্যাণ ও উন্নয়নে সর্বাতক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তার প্রথম কাজই হবে এই উপজেলায় ন্যায় ভিত্তিক প্রশাসন চালু করা, জনগণের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, শিক্ষা ক্ষেত্রে সার্বিক উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া। তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জের সকল অঞ্চলের সমউন্নয়ন নিশ্চিত করতে তিনি এবং তার দল তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল ১৯৭৪ সালে বিরাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের রাজনৈতি কর্মকান্ড শুরু করেন। তিনি বগুড়া জেলা শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের তিতুমীর হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে ১৯৮৮ সালে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন এবং ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৫৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত শাখাহার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।