
গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের পক্ষে সভাপতি আব্দুল্লাহ আল হাদীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১’শ ৩ জন বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শনিবার পলাশবাড়ী থানা ভবনের হলরুমে ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সদস্য গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানসহ থানা পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও স্ব-স্ব ইউপি’র চেয়ারম্যানবৃন্দ ও বন্যাদুর্গত ১’শ ৩জন নারী-পুরুষ। উপজেলার কিশোরগাড়ী ইউপি’র ৪০ জন, হোসেনপুরে ৪০ জন, বরিশালে ২০ জন ও সদর ইউপি’র ৩ জনসহ প্রত্যেকের মধ্যে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৩ হাজার টাকা প্রদান করা হয়।