
দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি’র আমদানী-রপ্তানী কার্যক্রম আজ থেকে ৫ দিন বন্ধ থাকবে। তবে দু’দেশের পাসপোর্টধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদ-উল আযহা উপলক্ষে দেশের এ স্থল বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
তিনি বলেন, ঈদের জন্য প্রথমে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলে দেশের বিভিন্নস্থানে বন্যার জন্য বন্দর দিয়ে চালসহ ভোগ্যপণ্য বেশি করে আমদানি হওয়ার কারণে দু’দিন ছুটি কমিয়ে আনা হয়েছে। ব্যবসায়িরা পণ্যের মজুদ বাড়াতে যেন সরকারকে সহযোগিতা করতে পারেন সে জন্যই ছুটি কমানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।