
বিনোদন ডেস্ক: নেট দুনিয়ায় বিতর্কে জড়িয়ে গেলো বলিউড অভিনেত্রী কারিশমা শর্মার নাম। তাও কেবল হাতে সিগারেট থাকার কারণেই। ভক্তদের কাছ থেকে অনবরত সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ‘রাগিনি এমএমএস-টু’ খ্যাত এই অভিনেত্রী।
করিশমা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তার হাতে সিগারেট দেখা যায়। আর এই সিগারেই বিপত্তি। ভক্তরা তাকে যাচ্ছেতাই মন্তব্য করছেন। প্রকাশ্যে কিভাবে ধূমপানের ছবি শেয়ার করেন তিনি, তাই নিয়েই সমালোচনা।
শুধু তাই নয়, কারিশমার ‘পর্নস্টার’ হওয়া উচিত বলেও কেউ কেউ সোশ্যাল সাইটে ট্রোল করেছেন। পাশাপাশি করিশ্মার ওই ছবি নিয়ে করা হয়েছে নানা রকমের কটূক্তিও। ‘চিপ’, ‘পর্নস্টার’, ‘শেমলেস’-এর মত শব্দ ব্যবহার করে সেই ছবিতে কমেন্ট করছেন অনেকে।
এদিকে কারিশমা শর্মা অভিনীত আরেকটি বোল্ড ছবি ‘জুলি-টু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। প্রাপ্ত বয়স্কদের ছবি ট্যাগে সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি।