
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আ: রহমান (৪০) নামে একাধিক নাশকতা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা যায়, আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এএসআই- শরিফুল ইসলাম ও এএসআই- ফারুক হোসেন এ অভিযান চালান। এতে নিজ বাড়ি থেকে আ: রহমানকে গ্রেপ্তার করেন। সে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত আ: কাদেরের পুত্র। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বলে জানা গেছে।