
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়িসহ বিভিন্ন মামলায় ৮ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, পূর্ব মনমথ গ্রামের হোসেন আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ি জাহাঙ্গীর আলম, গোপালচরণ গ্রামের আব্দুল হকের ছেলে মজিবর রহমান, মজিবর রহমানের ছেলে সিজু মিয়া, আবুল হোসেনের ছেলে কছর আলী, রবিউল ইসলাম, তমিজ উদ্দিনের ছেলে জবেদ আলী, আব্দুল জলিল, আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম ও রঞ্জু মিয়া।
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিল।