
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খান গরুর পায়া খেতে পছন্দ করেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
তিনি বলেন, শাকিব গরুর পায়া খেতে পছন্দ করে। আমার হাতের গরুর পায়ার রান্না শাকিব বেশি পছন্দ করে। কারণ আমি একটু ভিন্নভাবে রান্না করি। এছাড়া ছেচা মাংস, আচারি গোশত- এগুলোও করি। এগুলো শাকিব নান রুটি দিয়ে খেতে পছন্দ করে।
দীর্ঘ নয় বছরের বিবাহিত জীবনে এবারই প্রথম ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোরবানি ঈদ কাটাচ্ছেন এই দম্পতি-তারকা।