
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে প্রতিবন্ধি শিশুদের মাঝে অটিস্টিক ডিভাইস ও ক্যান্সার রোগীদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রহিমা খাতুন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আক্তার বানু লাকী।
এর আগে ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের রহিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শেষে এমপি প্রতিবন্ধি শিশুদের মাঝে অটিস্টিক ডিভাইস ও ক্যান্সার রোগীদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেন। এরপর সাদুল্লাপুরে এসএস আইটি সেন্টারের উদ্বোধন এমপি ডাঃ ইউনুস আলী সরকার।