
সাঘাটা উপজেলা আ’লীগের উদ্যোগে ঈদ পূনর্মিলণী অনুষ্ঠান গতকাল রবিবার ফলিয়া দিঘর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা আ’লীগ সভাপতি ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আ’লীগ সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সামশীল আরেফিন টিটু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান, আ’লীগ নেতা মোসলেম উদ্দিন বাবলু, কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রধান, গাইবান্ধা জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা তরিকুল ইসলাম তারেক।
আরও বক্তব্য রাখেন, জুমারবাড়ী ইউনিয়ন আ’লীূগ সাধারণ সম্পাদক রোস্তম আলী, পদুমশহর ইউনিয়ন আ’লীড় সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রনেতা মেহেদী হাসান, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক বকুল, ছাত্রনেতা মেহেদী হাসান, স্বেচ্ছা সেবক লীগ উপজেলা আহ্বায়ক খন্দকার ইকবাল হোসেন, তাতী লীগ আহ্বায়ক মামুনুর রশিদ চিন্নু, যুগ্ন আহ্বায়ক কামাল রাব্বী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিটন প্রমুখ।