
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, মুক্তিযোদ্ধার ভাতা ৩শ’ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নিত করা শেখ হাসিনা সরকারের অবদান। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা বিভিন্ন সুযোগ সুবিধাও ভোগ করছেন। গৃহহারা মুক্তিযোদ্ধারা এখন পাচ্ছেন সরকারী খরচে পাকা বাড়ী।
আজ সোমবার ফুলছড়ি উপজেলার কালিরবাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম টলষ্টয়, জেলা নির্বাহী প্রকৌশলী মাকছুদুল আলম, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী আখতারুল আহসান প্রমুখ। এছাড়াও সাঘাটা উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান সহ ফুলছড়ি উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।