
সবার সম্মিলিত চেষ্টায় এবারের বন্যা মোকাবেলা করেছি । এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল সভায় তিনি এ কথা বলেন । তিনি বলেন, বন্যার পর সরকারের নেওয়া উদ্যোগের কারণে একজন মানুষও না খেয়ে মারা যায়নি ।
সরকারের নানা পদক্ষেপ গ্রহণের ফলে বন্যার্তরা তাদের আগের জীবনে ফিরে যেতে সক্ষম হচ্ছে । এ সময় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আরও কিভাবে মোকাবিলা করা যায় সেই দিকটি গুরুত্ব সহকারে দেখার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের কাছে আহ্বান জানান ।