রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মায়ানমার সরকারের উপদেষ্টা অং সান সু চি বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপে মায়ানমার কোনোমতেই ভীত নয়।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাখাইনে রোহিঙ্গারা পুলিশের উপর হামলা চালিয়েছে। মায়ানমার সেনাবাহিনী শান্তিরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ফলে রাখাইনে শান্তি ফিরে না আসা পর্যন্ত সেখানে সেনা অভিযান চলবে।
তিনি বিশ্ববাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকটাই ঔদ্ধত্যের সুরে বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ মিয়ানমার ভয় পায় না।’
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব নেতারা মিয়ানমারে আসুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, দেখুন কেন রোহিঙ্গারা পালাচ্ছে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট দেশটির রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা হয়। এর জের ধরে সেখানে শুরু হয় সেনা অভিযান। অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, গণহত্যা ও ধর্ষণসহ নানা মানবতাবিরোধী অপরাধে মেতে উঠেছে সেনা সদস্য ও বৌদ্ধ সিভিলিয়ানরা। এতে ৫ থেকে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ৪ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম।
বিস্তারিত আসছে…..