মায়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের সমর্থনে মায়ানমার কর্তৃপক্ষের উপর হামলা চালানোর আহ্বান জানিয়েছেন আল কায়েদার ইয়েমেন শাখার এক সিনিয়র নেতা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট মনিটরিং সেন্টার শনিবার এখবর জানিয়েছে।
এক ভিডিও বার্তায় আল কায়েদার আল-মালাহেম মিডিয়া ফাউন্ডেশনের খালেদ বাটারফি বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসলমানদের রোহিঙ্গা মুসলিম ভাইদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।
একই ভিডিও বার্তায় বাটারফি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখাকে মায়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বার্মায় (মায়ানমারে) আমাদের ভাইদের নিপীড়নকারীদের বিরুদ্ধে জিহাদ পরিচালনায় কোনও ঘাটতি রাখবেন না।
২০১৫ সালে ইয়েমেনের কারাগারে বন্দি থাকা বাটারফি মুক্তি পান। ওই সময় আল কায়েদা আরব পেনিনসুলা শাখা মুকাল্লা শহর দখল করলে তিনি কারামুক্ত হন।
উল্লেখ্য, মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাথেংডাংয়ে একদিনেই শতাধিক বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে। এরআগে গত বছরের অক্টোবরে সংঘটিত সামরিক অভিযানের সময়ে জাতিসংঘের তরফ থেকে মায়ানমারের তীব্র নিন্দা জানানো হয়। সেখানকার পরিস্থিতিকে তারা আখ্যা দেয় ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে। জাতিসংঘ মায়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তুলেছিল।
রাখাইনে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ। এসব রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মায়ানমার। দেশটি তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আসছে। বাংলাদেশও রোহিঙ্গাদের প্রবেশে কঠোর অবস্থান নিচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে ৪ লক্ষাধিক রোহিঙ্গা বাস করছেন।