
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই কান্নাকাটি করুক না কেন তাদেরকে নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়াই আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস তারা নির্বাচনে অংশও নিবে।
সোমবার সকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদেরেআরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির অংশ ছাড়া আর কোনো বিকল্প নেই। নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।