
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের প্রথম শ্রেণির স্কুল ছাত্রী সাত বছরের শিশু সিনথিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে রবিবার সাবেক ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার (ফুলছড়ি বন্দর) এলাকায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
সাবেক উপজেলা হেডকোয়ার্টার, শহীদ মিনার ও থানা মোড় থেকে মানববন্ধনটি উল্যাহ বাজার পর্যন্ত এগিয়ে যায়। মানববন্ধন চলাকালে জনগণের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান।