
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে সভায় উপজেলার ৯ ইউনিয়নে ৬৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান।
আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, ৯টি ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব উদযাপনে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।