
গাইবান্ধার পলাশবাড়ীতে ওপেন হাউজ ডে ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে থানা ভবনের হলরুমে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, পুলিশ সুপারের কার্যালয়ের সিপিও এসআই দিবাকর অধিকারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, জাপা সাবেক সভাপতি মাহমুদুজ্জামান সরকার বাদশা,
উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তালেব সরকার তারা, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সুবীর কুমার দাস ও কিশোরগাড়ী ইউপি আওয়ামী লীগ সভাপতি মাহাবুব প্রধান প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন এসআই তয়ন কুমার। এসময় উপজেলা ৬৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।