
গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার রাতে ইয়াবা সেবনকালে ইউপি চেয়ারম্যান জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪৭) ও তার সহযোগী কাইয়ুমকে (৫০) ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদেরর দ্বিতীয় বারেরমত নির্বাচিত ইউপি চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম,পলাশবাড়ীর পবনাপুর ইউপি’র বালাবামুনিয়া গ্রামের নজরুল হকের ছেলে কাইয়ুম ইয়াবা সেবন করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে গাইবান্ধার সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রওশনবাগ গ্রামের ওই বসত বাড়ীতে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানসহ ২ জনকে হাতে-নাতে আটক করলেও সুযোগ বুঝে অন্যান্যরা পালিয়ে যায়। তাদের নিকট থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের হয়েছে।