
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৫’শ ৫৭ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট শাহিনকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) রেজিনুর রহমানের নির্দেশে গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম উপজেলার কিশোরগাড়ী ইউপি’র কাতুলী গ্রামে অভিযান চালিয়ে ৫’শ ৫৭ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ৯’শ ৭০ টাকাসহ কুখ্যাত মাদক সম্রাট শাহিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহীন উপজেলার কিশোরগাড়ী ইউপি’র কাতুলী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।