
চলন্তবাসে শিক্ষার্থী ধর্ষণ ও হত্যাসহ দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও নির্যাতনকারী দূবৃর্ত্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দিনাজপুরে মানবন্ধন করেছে যৌন হয়রানী নিমূর্লকরন নেটওর্য়াক দিনাজপুর।
আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী চলাকালে স্থানীয় স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতকর্মী এবং এনজিও’র কর্মীরা মানববন্ধনে অংশ নেয় এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইলের চলন্তবাসে কলেজ শিক্ষার্থী রুপাকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে আমরা চাই এধরনের অপরাধীদের দৃর্ষ্টান্তমুলক শাস্তি দিয়ে নজির স্থাপন করা হউক, যাতে করে আর কখনো এধরেন ঘটনা ঘটাবার সাহস কেউ না পায়।
যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক দিনাজপুরের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর উদিচির সভাপতি রেজাউর রহমান রেজু, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, নাগরিক উদ্দ্যোগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন।
আরও বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ্, সাদেশ্বরী স্কুলের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ব্রাকের জেলা ব্যবস্থাপক মোঃমতিউর রহমান, মেজনিন জেএসএস সোনিয়া পারভিন, বাবুল রহমানসহ উদ্ধোক্তা মুকিদ হায়দার শিপন।