
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ডিসেম্বর মাস থেকে দেশে ফোরজি সুবিধা চালু করা হবে।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘নভেম্বর মাসের মধ্যে ফোরজি চালুর প্রযুক্তিগত কাজ শেষ হবে। এরপর তরঙ্গ নিলাম হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ ফোরজি সেবা পাবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ফোরজির লাইসেন্স দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নাম্বার ওয়ান নেটওয়ার্ক আপারেটরা সতর্ক থাকবে। তারা মানসম্পন্ন সেবা দিতে সেচেষ্ট থাকবে। তাই ফোরজি চালু করতে পর্যাপ্ত তরঙ্গ কেনার ক্ষেত্রে আর অবহেলার কোনও সুযোগ নেই।’