
জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় শাহ্ আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে ।
এছাড়াও আহত হয়েছে একই পরিবারের ৮ জন। আহতরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর তালবস্তী গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শাহ্ আলম উপজেলার আমজানখোর উদয়পুর তালবস্তী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।
জানা যায়, আমজানখোর উদয়পুর তালবস্তী গ্রামের খতিবুল ইসলামের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা মোকদ্দোমাসহ বিরোধ চলে আসছিল। বুধবার সকালে খতিবুলের পরিবারের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিবেশী আফাজ উদ্দীনের বাড়ী ঘেরাও করে সবাইকে মারপিট করে গুরুতর জখম করে।
স্থানীয়রা ঘটনাটি দেখে বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে আসে। শাহ্ আলমের অবস্থা গুরুতর দেখে বালিয়াডাঙ্গী হাসপাতালের ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করে। রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করে শাহ্ আলম।
এ ঘটনায় ১৭ জন নামীয় আসামী এবং ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে শাহ্ আলমের পিতা আফাজ উদ্দীন বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজার রহমান ।