
মায়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্যাতিত হয়ে পালিয়ে বংলাদেশে আশ্রিত কক্সবাজারের টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সড়ক পথে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে গিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা রাখাইনে তাদের ওপর চালানো নির্মম নির্যাতনের কথা তুর্কি ফার্স্ট লেডিকে জানান।